দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র অফিস থেকে প্রাথমিক পযায়ের যেসব সেবা সমূহ দেয়া হয় এগুলো নিন্মে উল্লেখ করা হল:
1. জ্রর, সর্দি, মাথা ব্যাথা
2. মহিলাদের প্রাথমিক সম্যসার সমাধান
3. প্রসূতি মায়েদের কে প্রাথমিক পরামর্শ
4.যক্ষা রোগীদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা
5. বিনামূল্যে ঔষধুদের ব্যবস্থা বিতরণ করা
ইত্যাদি কার্যক্রম ছাড়াও বিভিন্ন পরামর্শ দ্বারা এলাকার গরীব, অসহায় মানুষদের কে সাহায্য সহযোগিতা করে থাকেন ।
1. হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার।
দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র সাধারণ তথ্য বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নির্মাণ কাজ চলছে শীর্ঘই আপডেট করা হবে।
দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র প্রকল্প সমূহ বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নির্মাণ কাজ চলছে শীর্ঘই আপডেট করা হবে।
উপজেলা সদর হতে অটোরিক্সা, সিএনজি, জীপগাড়ি ইত্যাদি যানে যাতায়াত করা যায়।
দিগদাইড় ইউনিয়ন, উপজেলা তাড়াইল, জেলা কিশোরগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS