Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
Details

দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র অফিস থেকে প্রাথমিক পযায়ের যেসব সেবা সমূহ দেয়া হয় এগুলো নিন্মে উল্লেখ করা হল:

1. জ্রর, সর্দি, মাথা ব্যাথা

2. মহিলাদের প্রাথমিক সম্যসার সমাধান

3. প্রসূতি মায়েদের কে প্রাথমিক পরামর্শ

4.যক্ষা রোগীদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা

5. বিনামূল্যে ঔষধুদের ব্যবস্থা বিতরণ করা

ইত্যাদি কার্যক্রম ছাড়াও বিভিন্ন পরামর্শ দ্বারা এলাকার গরীব, অসহায় মানুষদের কে সাহায্য সহযোগিতা করে থাকেন ।

Image
Citizen Charter

1. হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার।

  1. 2. বহি:বিভাগ সকাল ৮.০০হইতে বিকাল ২.৩০ পর্যন্ত (সরকারী ছুটি ব্যতীত) খোলা ।
  2. 3. জরুরী বিভাগ ২৪ঘন্টা খোলা (সরকারী ছুটির দিন ও অন্যান্য ছুটির দিন)।
  3. 4. বহি:বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এর পরামর্শ প্রদান।
  4. 5. সরবারহ সাপেক্ষে ঔষধ সমুহ বিনামুল্যে প্রদান চিকিৎসার  প্রয়োজনে ।
  5. 6. ভর্তি রোগীদের বিনা মূল্যে খাবার সরবারহ।
  6. 7. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত,মল ,মুত্র,কফ পরীক্ষ এবং এক্সরে সুবিধা ।
  7. 8. ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্নার সহ ২৪ঘন্টা খোলা ।
  8. 9. দিনরাত্রী ২৪ঘন্টা প্রসুতী সেবা ।
  9. 10. যক্ষা ও কুষ্ট রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।
  10. 11. ০-১বয়সী শিশুদের ডিপথিরিয়া ও হুপিংকাশি ধনুষ্টকার, হাম.পোলিও, যক্ষ , হেপাটাইটিস, প্রতিষেধক টিকা প্রদান।
  11. 12. নিউমোনিয়া রোগীর চিকিৎসা সেবা ।
  12. 13. ০-৫বয়সী শিশুদের আইএমসিআই কর্নারে আলাদা ভাবে চিকিৎসা প্রদান।
  13. 14. ১৫-৪৯বছর বয়সী সিডিউল মোতাবেক টিটি ডোজ ধনুষ্টকারের টিকা প্রদান।
General Information

দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র সাধারণ তথ্য বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নির্মাণ কাজ চলছে শীর্ঘই আপডেট করা হবে।

label.column.field_projects

দিগদাইড় ইউনিয়্ন স্বাস্থ্য কেন্দ্র প্রকল্প সমূহ বিষয়ক কোন তথ্য না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নির্মাণ কাজ চলছে শীর্ঘই আপডেট করা হবে।

Address

উপজেলা সদর হতে অটোরিক্সা, সিএনজি, জীপগাড়ি ইত্যাদি যানে যাতায়াত করা যায়।

দিগদাইড় ইউনিয়ন, উপজেলা তাড়াইল, জেলা কিশোরগঞ্জ।